তুমি একদিন লালশাড়ি পরেছিলে,
রক্তের মতোই লাল
কপালে সিঁদুর টিপ,
বৈশাখী হাওয়ায় উদ্দাম
এলোমেলো চুল,
আকাশে সূর্যের প্রখরতা ছিল,
এবং পর্যাপ্ত আলো।
ক্যামেরার চোখে অঙ্কিত
এই ফটোগ্রাফ তুমি দেখেছ
অথচ আমার হৃদয় ক্যামেরার ফটোগ্রাফ
তুমি কোনোদিন দেখলে না
যা একান্তই আমার
এবং যেখানে প্রতিফলিত
তোমার সাগর চোখ।
নওগাঁ, ১৯৮৮