রেডহ্যাট/ফিডোরা লিনাক্স

বেশ কিছুদিন ধরে বাংলাদেশের কম্পিউটার ব্যবহারকারীদের লিনাক্সে আগ্রহ দেখা যাচ্ছে। তবে অনেকেই অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্সকে এখনও তেমনভাবে ব্যবহার করছেন না। নূতন ব্যবহারকারীরা যাতে তাদের কম্পিউটারে লিনাক্স ইনস্টল, কনফিগার ও ব্যবহার করতে পারে সেজন্য এ পুস্তকটি রচনা করা হয়েছে। এখানে সহজ বাষা চিত্রসহকারে ইনস্টলেশন ও কনফিগাররেশন বর্ণনা করা হয়েছে ।পুস্তকটি নবীন ও মধ্যম স্তরের কম্পিউটার ব্যবহারকারীদের সাহায্য করবে। লিনাক্স ব্যবহার শুরু করার জন্য প্রাথমিক ভাবে যেসব বিষয় জানা দরকার তা এ পুস্তকে আলোচনা করা হয়েছে। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম হিসেবেও লিনাক্সের তুলনা মেলা ভার। লিনাক্সের নেটওয়ার্কিং ফিচারসমূহও এতে আলোচনা করা হয়েছে।