বড় হওয়ার সহজ উপায়

বাবাকে বাইরে যেতে হতো বিভিন্ন সময়ে, বিভিন্ন কাজে। প্রায় প্রতিমাসে একবার জেলা সদর কিংবা বিভাগীয় সদরে যেতে হতো তাকে। বাবা শহরে গেলে আমরা অপেক্ষায় থাকতাম কবে আসবেন। প্রায় দিনই পথ চেয়ে থাকতাম। না, বাবা নূতন জামা-কাপড় বা খেলনা আনবেন সেজন্য না। বাবা ওসব আনতেন না। আনতেন মজার মজার সব বই। ওসব বই পেয়ে আমরা আনন্দে আটখানা হতাম। সাতরাজার ধন এনে দিলেও হয়তো ও রকম আনন্দিত হতাম না। তখন পড়ি ক্লাশ থ্রিতে। বাবা গেছেন শহরে। অপেক্ষায় আছি কী বই আনেন তা দেখতে। দেখলাম বাবা দুটি বই এনেছেন। কোনো গল্প বা কবিতার বই না। পরিচিত কোনো লেখকেরও না।। বই দুটোর লেখক ডেল […]