দৃষ্টিভঙ্গি কী?

চারপাশকে আপনি যেভাবে দেখছেন তাই হলো দৃষ্টিভঙ্গি। আমরা বিভিন্নজন একই জিনিস দেখি, কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করি ভিন্নরকম। একই জিনিস দেখে কেউ খুশি হন, কেউ বিরক্ত হন। একই রেস্টুরেন্টে গিয়ে একই খাবার খেয়ে কেউ তৃপ্ত হোন, কেউ বিরক্ত হন। এর কারণ সেই খাবারের স্বাদে নয়, সেই খাবার সম্পর্কে আমরা যা চিন্তা করছি তার মধ্যে। শেকশপীয়র বলেছেন, আসলে ভাল কিংবা মন্দ বলে কিছু নেই, আমাদের চিন্তাই তা সেরকম বানায়। তাই আপনি যদি এই চিন্তাকে বদলাতে পারেন তাহলেই সবকিছু ভাল (কিংবা মন্দ) বানাতে পারবেন। আপনার চিন্তার এই ফিল্টারই হলো দৃষ্টিভঙ্গি। চিন্তার মধ্যে এই ফিল্টার বসালে দেখবেন সবকিছুর মধ্যে ভালটি দেখতে পাচ্ছেন – মন্দগুলো […]