ন্যাপো: বাসা থেকে কাজ করছে

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে বিশেষ প্রচারাভিযান চালানোর জন্য তৈরি করা হয় ন্যাপো নামের একটা সিরিজ। এই এনিমেশনে কোনো ভাষা নেই, তবে কিছু শব্দ আছে। যারা পিঙ্গু কার্টুন দেখেছেন তারা বুঝতে পারবেন, পিঙ্গুর ভাষার সাথে এর মিল আছে। কোনো নির্দিষ্ট ভাষায় না হওয়ায় ন্যাপো দেখে সহজেই বোঝা যায়। কর্মক্ষেত্রের বিভিন্ন স্বাস্থ্য ও দুর্ঘটনা ঝুঁকি সম্পর্কে সজাগ করে তুলতে পারে এসব ভিডিও। আজ এক সহকর্মী এটার প্রসঙ্গ তোলায় মনে পড়ল এটা আমরা কীভাবে আমাদের দেশে ব্যবহার করতে পারি। আরি সেটি ভাবতে গিয়ে পেয়ে গেলাম মজার আরেকটা প্রযুক্তি H5P। সেটার মাধ্যমে এটা ন্যাপো ভিডিওকে শেখার কিছুতে পরিণত করলাম। প্রথমে […]