ফ্যাঙচ্যাঙগ্যাঙ

এই সেই চীন। কনফুসিয়াসের চীন। মাওসেতুঙের চীন। সৌরভ বলল, এবার আমাদের জ্ঞানার্জন শেষ। কীভাবে? কেন, জানিস না, আল হাদিসে কী বলেছে? জ্ঞানার্জনের জন্য সুদূর চীন দেশ পর্যন্ত যাও। চীনে যখন এসে পড়লাম তখন আর বাকি রইল কী? কিন্তু চীনতো এখনও দেখলাম না! জাহাজ বন্দরে ভেড়ার পরই বাইরে এসে কয়েকবার তাকিয়েছি। কেমন দেশ চীন? মানুষগুলো কেমন? চীনাদের নিয়ে আমাদের আমাদের দেশে নানা কিংবদন্তী আছে। তার সবই কি সত্যি? সত্যিই কি এখানকার লোকরা অলস – এবং বউয়ের ঠ্যাঙানি ছাড়া কাজ করে না? বাইরে তাকিয়ে দেখি শহরটা উঁচুনিচু পাহাড়ে ভর্তি। দূরে বেশ বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। সবুজ পাহাড়ের উপর ছোট ছোট ঘর […]