সুদর্শন রাজপুত্রকে দেখুন
রূপকথার সেই রাজকন্যার কথা মনে আছে? সেই রাজকন্যা যেমন-তেমন কাউকে বিয়ে করার স্বপ্ন দেখেনি; এমনকি কেবল রাজকুমারেই সন্তুষ্ট নয় সে। তার চাই সুদর্শন মনের মতো রাজপুত্র। সে এমন এক রাজপুত্রের কল্পনা করে এসেছে যে তার উপযুক্ত হবে, সবদিক দিয়েই। আপনার ব্যক্তিগত জীবনে কিংবা কর্মক্ষেত্রে এই সুদর্শন রাজপুত্র কিংবা রাজকন্যা-টি কেমন? সত্যিকার সুখী ও পরিপূর্ণ মানুষ হতে হলে আপনাকে পরিষ্কারভাবে সেটিকে সংজ্ঞায়িত করতে হবে: আপনি কোন মানুষের জীবন যাপন করতে চান। আপনি যদি আপনার মধ্যকার সর্বোত্তম ব্যক্তিটি হতে চান তাহলে তার কোন কোন গুণ ও চারিত্রিক বৈশিষ্ট্য থাকা দরকার? একজন পূর্ণ-কর্মক্ষম, আত্ম-নিয়ন্ত্রণকারী মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন মনোবিদরা। তারা সাধারণত সুখী, তারা […]