সময় জ্ঞান

বাঙালির সময়জ্ঞান নিয়ে নানান ব্যঙ্গ-বিদ্রুপ চলে। বলা হয়, বাঙালি হলো নটার গাড়ি কটায় ছাড়ে দেশের লোক। আরও নানা মুখরোচক গল্প আছে সময় নিয়ে। যেমন ধরা যাক সেই কৃষক পিতার কথা। হেডমাস্টারকে বলছেন, ‘মাস্টার সাব, আমার পোলাডারে আজ একটি জলদি ছাইড়া দেন। মাঠে অনেক কাজ আছে’। শুনে হেডমাস্টার বললেন, ‘ঠিক আছে, ওকে আমি আজ এগারটায় ছেড়ে দেব’। শুনে কৃষক পিতা হায় হায় করে উঠলেন, ‘না, না, অত দেরিতে দিলে হবে না। ওরে আপনি একটায় ছুটি দেন’। যানবাহনের সময়জ্ঞান নিয়েও আছে মজার গল্প। যেমন, ৭৪২ ডাউন ট্রেনটি প্রতিদিন স্টেশনে আসে দু’ঘণ্টা বিলম্বে। কিন্তু হঠাত্ আজ দেখা গেল ওটি এসেছে ঠিক সময়ে। ব্যাপার […]