ইয়োকোহামা

ইয়োকোহামায় পৌঁছুলাম রাত বারোটায়। ঝলমলে শহর নজরে পড়ছে। আর বেশি কিছু বোঝা যায় না। পোর্টটা দেখে আমাদের দেশের মতোই মনে হয়। সেই একই রকম জেটি, সারি সারি কনটেইনারের স্তুপ, লম্বা কার্গোশেড। কার্গো শেডের ওপারেই আরেকটি জাহাজ, এম. ভি. হায়দ্রাবাদ। পাকিস্তান শিপিং কর্পোরেশনের জাহাজ। জাহাজ ভেড়ার পরপরই আমার ডিউটি শেষ। কেবিনে এসে শুয়ে পড়ি। কেমন হবে ইয়োকোহামা শহর এই চিন্তায় ঘুম আসে না। ইয়োকাহামার নাম শুনেছি অনেক আগে। জাপানের প্রধান বন্দরগুলোর অন্যতম এটা। শিল্পাঞ্চল হিসেবেও খ্যাতি আছে। আমাদের দেশে জাপানী অনেক জিনিসের গায়েই ইয়োকোহামার নাম দেখা যায়। টোকিও নাকি এখান থেকে কাছেই। ঘুম থেকে উঠে দেখি বাইরে হইচই। কাপড় পড়ে তাড়াতাড়ি […]