স্বপ্ন / শ্রী চিন্ময়

১. স্বপ্নসব বাঁচিয়ে রাখে এই পৃথিবী। ২. আজকের স্বপ্নদ্রষ্টা আগামীদিনের পথসন্ধানী। ৩. প্রতিটি স্বপ্নই সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ৪. প্রতিটি স্বপ্নই নিজেকে আবিষ্কারের সুযোগ। ৫. স্বপ্ন আমাদেরকে মেঘের মধ্যেই পাল তুলে নাও বাইতে প্রেরণা যোগায়। ৬. স্বপ্ন থেকে জন্ম নেয় বাস্তবতা। ৭. প্রতি মুহূর্তে স্রষ্টা স্বপ্ন দেখছেন তাঁর সৃষ্টির মাধ্যমে। ৮. প্রথমে আমরা স্বপ্ন দেখি, তারপর শীঘ্রই, বাস্তবতা নেমে আসে। ৯. আমরা প্রার্থনা করলে ঈশ্বর আমাদের এক নূতন স্বপ্ন দিয়ে আশীর্বাদ করেন। ১০. স্বপ্ন এক বীজ; এর থেকে বেড়ে ওঠে বাস্তবতা। ১১. মানবজাতির যা দরকার: দিনের বেলায় ইতিবাচক চিন্তা, রাতের বেলায় ইতিবাচক স্বপ্ন। ১২. মন যখন পরিষ্কার, স্বপ্ন তখন উজ্জ্বল। […]