ব্লগ

কম্পিউটার জগতে আমার প্রথম লেখা: পিসি ও ম্যাক

পিসি ও ম্যাক, পৃষ্ঠা ২ via comjagat.com আজ থেকে এগার/বার বছর আগে কম্পিউটার বিষয়ে লেখা শুরু করেছিলাম। এ বিষয়ে লেখা শুরু করা হঠাৎ করেই। ১৯৯৬/৯৭ এর দিকে কম্পিউটার এক নূতন প্রযুক্তি। কম্পিউটার বিষয়ে আমার জ্ঞান তখন শিক্ষার্থীর। অফিসের কম্পিউটার নিয়ে বিভিন্নমূখী গবেষনা করছি। কম্পিউটার বিষয়ে প্রথম লিখেছিলাম দৈনিক মুক্তকণ্ঠে। দৈনিক মুক্ত কণ্ঠ তখন সপ্তাহে দুই পাতা বের করত কম্পিউটার বিষয়ে। সেই পাতা দেখতেন শাকিল আহমেদ, আজকের টিভি সাংবাদিক, একুশে টেলিভিশনে আছেন। মুক্তকণ্ঠে তখন কাজ করেন শুচি সৈয়দ, আমাদের শুচি ভাই। তিনিই শাকিলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তার অনুরোধেই সেখানে লেখা শুরু করলাম। তখন প্রায় প্রতি সপ্তাহেই লিখতে হতে, কখনো কখনো […]