Archives

নৈশভোজ?

জীবন কী – নদী নাকি বৃক্ষ, কোন উপমাটি খাটে জীবনের জন্য? এই প্রশ্ন তুলেছিলেন মোতাহের হোসেন চৌধুরী। সেটা ছিল জীবনের বৈশিষ্ট্য সম্পর্কে। কিন্তু জীবন কীভাবে যাপন করা করা উচিত সে সম্পর্কে সুন্দর একটা উপমা দিয়েছেন স্টইক দার্শনিক এপিকটেটাস। তিনি বলেছেন, জীবন হলো নৈশভোজের মতো। নৈশভোজে গিয়ে তোমার সামনে যা আসছে সেখান থেকে খাবার তুলে নাও, যতটুকু তোমার দরকার, হাভাতের মতো নয়। তারপর সেটি তোমার সামনে থেকে চলে গেলে আক্ষেপ করো না। আর যেটি তোমার সামনে এখনও আসেনি সেটির জন্য হাত বাড়িও না, উদগ্রীব হয়ো না। সেটির জন্য অপেক্ষা করো, তোমার কাছে আসলে খাও অথবা পান করো সেখান থেকে। আর কোনোটি […]