Tag Archives: ছেলেবেলা

প্রথম শহর সিনেমা টিভি রিকশা

লেখকদের লেখা পড়ে আমরা মুগ্ধ হয়ে যাই, সেই মুগ্ধতা কাটতে চায় না। অনেকসময় সেই লেখকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা শুরু করি। এখনকার দিনের ছেলেমেয়েদের কাছে এমন মনে হয় কি না জানি না, তবে আমাদের সময় হতো। আমাদের সময় বিনোদনের বড় মাধ্যম ছিল বই। কিছু করার নেই বই পড়ো, কিছু করার নেই বই দেখো, কিছু করার নেই বই নিয়ে আলোচনা করো। টিভি নামের বোকাবাক্স তখনও ঘরে ঘরে আঘাত করেনি; মোবাইল ফোন নামক মারণাস্ত্র অনেক দূরে। স্কুলে গিয়ে পড়াশোনার পর বাসায় ফেরা, বিকেলে মাঠে খেলাধূলা করা। তারপর বাসায় ফিরে আবার পড়তে বসা, খাওয়া, ঘুমানো। পুরোটা সময় পড়া নিয়ে ব্যস্ত হওয়ার কোনো কারণ […]