জ্ঞান, এক বিরাট আকাশের মতন। যত উপরে ওঠে মানুষ, ততই তার বিস্তার আরও বেশি করে চোখের সামনে ধরা দেয়। জ্ঞানের আলোয় মনের অন্ধকার দূর হয়, সেই আলোয় জীবন যেন উদ্ভাসিত হয় এক অপূর্ব জ্যোতিতে।
কিন্তু জ্ঞান কেবল বইয়ের পাতায় লেখা অক্ষর নয়। জ্ঞান, জীবনের প্রতিটি অভিজ্ঞতার মধ্যে লুকিয়ে আছে। প্রকৃতির সৌন্দর্যে, পাখির কলতানে, নদীর স্রোতে, মানুষের হাসি-কান্নায়— সবকিছুতেই জ্ঞানের বীজ লুকিয়ে আছে। শুধু চাই এক সজাগ দৃষ্টি, এক অনুসন্ধিৎসু মন।
জ্ঞান, জীবনের পথে আলোর মশাল হয়ে যায়। এই আলোয় আমরা নিজেকে আরও ভালো করে চিনতে পারি, সমাজকে বুঝতে পারি। এই আলোয় আমাদের চারপাশের অন্ধকার দূর হয়ে যায়, জীবন হয় সার্থক।
জ্ঞান কখনোই স্থির নয়। জ্ঞানের জগতে চিরন্তন একটা গতি আছে। প্রতিনিয়ত নতুন নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এই গতিশীল জ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
জ্ঞানের আসল উদ্দেশ্য হলো মানুষের মঙ্গল সাধন। জ্ঞানের আলো যেন আমাদের স্বার্থপরতার অন্ধকার দূর করে। যেন আমরা মানুষ হিসেবে নিজেদের মূল্য উপলব্ধি করতে পারি, আর সমাজের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে পারি।
জ্ঞান অর্জনের আনন্দ অতুলনীয়। এই আনন্দ নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এই আনন্দ যেন চারপাশে ছড়িয়ে পড়ে। অন্যের জীবনকেও যেন আলোকিত করে।
জ্ঞানের পথে বাধা আসবেই। কিন্তু মনে রাখতে হবে, অন্ধকার যত গভীর হয়, আলোর প্রয়োজনও তত বেশি হয়। তাই বাধা আসলেই জ্ঞানের আলোকে আরও উজ্জ্বল করে তুলতে হবে।
জ্ঞানের পথে চলার জন্য প্রয়োজন একটা উদার মন, একটা নির্ভীক মন। এই মন নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, জ্ঞানের অফুরন্ত সম্ভাবনাকে আলিঙ্গন করে।