নেতিবাচক চিন্তা ও আবেগ মানুষের সাফল্যকে বাধাগ্রস্ত করার প্রধান কারণ। তবে সুখবর হলো এই যে আপনি এটি বদলাতে পারেন। আপনি আপনার নেতিবাচক ‘ব্যাঙগুলিকে’ চুমু খেয়ে সেগুলিকে ইতিবাচকে পরিণত করতে পারেন। এই বইয়ে বর্ণিত সরল কিন্তু কার্যকর কৌশলসমূহ ব্যবহার করে আপনার জীবনের সমস্যাগুলোকে পরিণত করুন সুযোগে এবং যাপন করুন এক অসামান্য জীবন!
প্রবল জনপ্রিয় লেখক ও বক্তা ব্রায়ান ট্রেসি এবং তাঁর কন্যা, মনোবিদ ক্রিস্টিনা ট্রেসি স্টেইন এই বইয়ে বর্ণনা করেছেন নেতিবাচকতার মূল কারণগুলিকে মোকাবিলা করার কৌশলসমূহ। আপনার মনের মধ্যে নেতিবাচকতার বাসাকে চিনতে এবং সেখান থেকে নেতিবাচকতাকে চিরতরে উৎখাতের পদ্ধতি; এবং জীবন ও কর্মক্ষেত্রে যেকোনো ধরনের নেতিবাচকতা ইতিবাচক সম্ভাবনা ও সুযোগ রূপান্তরের পদ্ধতি বর্ণনা করা হয়েছে এখানে। প্রায় আটান্ন দেশে পঞ্চাশ লক্ষাধিক লোকের নিকট ব্রায়ান ট্রেসির দেয়া পাঁচ হাজারেরও বেশি বক্তৃতা সারসংক্ষেপ খুবই সরল, ব্যবহারোপযোগী রূপে উপস্থাপন করা হয়েছে এই বইয়ে; যা ব্যবহার করে আপনি যেকোনো ব্যক্তি, যেকোনো পরিস্থিতির মধ্য থেকে ইতিবাচক কিছু আবিষ্কার করতে শিখবেন এবং সেই ইতিবাচকতার পথ ধরে পৌঁছে যাবেন সাফল্যের দিকে। আপনি শিখবেন কীভাবে যেকোনো পরিস্থিতিতে নিজের আত্মবিশ্বাসকে অটুট রেখে ইতিবাচক কিছু বের করা যায়।