মানবের অন্তরে যত ভয়, তত বাধা। এই ভয়ের প্রাচীর ঘিরে থাকে তার জীবনের সবটুকু আকাঙ্ক্ষা, সবটুকু উল্লাস। কিন্তু এই ভয় কোথা হতে আসে? কেন এত ভয় মানুষের?
অন্ধকারে ভয়, অচেনায় ভয়, অজানায় ভয়, মৃত্যুতে ভয় – এ যেন এক অসীম ভয়ের মায়াজাল। এই ভয়ের বন্ধনে আবদ্ধ হয়ে মানুষ তার নিজের সত্ত্বাকে ভুলে যায়, নিজের অসীম সম্ভাবনাকে চিনতে পারে না।
কিন্তু ভয়কে জয় করা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। ভয়কে জয় করার প্রথম পদক্ষেপ হলো ভয়কে চিনে নেওয়া। ভয়ের মূল কারণ খুঁজে বের করা। ভয়ের মূলে রয়েছে অজ্ঞতা, অন্ধকার। আর অজ্ঞতা দূর করার উপায় হলো জ্ঞান, আলো।
আমাদের চারপাশে যত অন্ধকার, তত ভয়। আর আমাদের ভেতরে যত আলো, তত সাহস। তাই আলোর সন্ধান করতে হবে আমাদের। জ্ঞানের আলোয় অজ্ঞতার অন্ধকার দূর করতে হবে।
মনে রাখতে হবে, ভয় একটা মানসিক অবস্থা মাত্র। এটা কোনো বাস্তব শক্তি নয়। আমরা যদি নিজের মনকে শক্ত করতে পারি, তাহলে কোনো ভয়ই আমাদের স্পর্শ করতে পারবে না।
তাই আসুন, আমরা ভয়কে জয় করি। জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করি। সাহসের সঙ্গে জীবনের সব বাধা অতিক্রম করি। তবেই আমরা প্রকৃত স্বাধীনতা লাভ করব, আমাদের জীবনকে পরিপূর্ণ করে তুলব।