সালতামামি ২০০৯

Estimated read time 1 min read

২০১০ এসে গেছে। তারপরও একবার ২০০৯ এর দিকে তাকানো যেতে পারে। ২০০৯ সাল বেশ ভালো কেটেছে আমার জন্য। কারণ:

  • এ বছর আমি নূতন এক জীবনের সন্ধান পেয়েছি। অনেক দিন থেকে জীবনের প্রশান্তি হারিয়ে যাচ্ছিল। ক্রমাগত উদ্বিগ্নতা, অস্থিরতা বাড়ছিল। ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত মূলত আমি এক অস্থির জীবন কাটিয়েছি। মনোযোগ দিয়ে তেমন কিছুই করতে পারিনি। আর ২০০৯ এ কোয়ান্টাম মেথড কোর্স করার পর মেডিটেশনের মাধ্যমে আমি এক প্রশান্তিময় জীবনের সন্ধান পেয়েছি।
  • এ বছর আমার একটু প্রমোশন হয়েছে, চাকরিতে। আগের চেয়ে বেতন বেড়েছে। বেড়েছে কাজের পরিধি।
  • এ বছর আমি প্রথম গাড়ি কিনেছি।
  • এ বছর প্যাক্ট পাবলিশিং থেকে আমার দুটি বই প্রকাশিত হয়েছে: Joomla! E-commerce with VirtueMart এবং Joomla! with Flash. এ ছাড়া বাংলায় আমার নূতন বই উইন্ডোজ সার্ভার ২০০৮ বেরিয়েছে। ফিডোরা লিনাক্স ১২ এর উপর বইটিও আপডেট করেছি। বছর শেষ হওয়ার আগের প্যাক্ট পাবলিশিঙের জন্য চুতুর্থ বইয়ের কাজ শুরু করেছি।
  • স্রষ্টার রহমতে আগের যেকোনো সময়ের চেয়ে আমার স্বাস্থ্য অনেক ভাল গেছে। অনেক উদ্যম নিয়ে কাজ করতে পেরেছি।
  • সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমি জীবন সম্পর্কে পেয়েছি এক নূতন দৃষ্টিভঙ্গি।

শোকর আলহামদুলিল্লাহ! আমরা বেশ ভাল আছি। ২০১০ সাল আরো ভাল যাবে, ইনশাল্লাহ‍।

You May Also Like