অলস বিকেলের আলো-আঁধারি

Estimated read time 1 min read

সূর্য ডুবু ডুবু, তবু ডোবে না। বরং পশ্চিম আকাশে আঁকড়ে ধরে রাখে সোনালি রঙের শেষ আভা। আমি বারান্দার ঝুলন্ত চেয়ারে বসে, চায়ের কাপে চুমুক দিতে দিতে এই অলস বিকেলের আলো-আঁধারির খেলা দেখছি।

সামনের রাস্তা দিয়ে মানুষের যাতায়াত কমে এসেছে। কেউ বাড়ি ফিরছে অফিস থেকে, কেউ বেরিয়েছে বাজার করতে। তাদের মুখে ক্লান্তির ছাপ, তবুও একটু পরেই সবাই নিজ নিজ আশ্রয়ে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। জীবন চলার এই ছন্দ, এই অবিরাম প্রবাহ, কত শতাব্দী ধরে চলছে, কে জানে!

অথচ, এই অলস বিকেলেও মন যেখানে সেখানে ছুটে বেড়ায়। কখনো অতীতের কোনো স্মৃতি এসে হাজির হয়, কখনো ভবিষ্যতের কোনো আশঙ্কা মনকে অস্থির করে তোলে। মন মানে কি শুধু একরাশ চিন্তার আঁধার? নাকি তারও আছে আলোর কোনো সন্ধান?

আকাশের রং এবার গাঢ় হয়ে এসেছে। গাছের পাতায় পাতায় কাঁপছে সন্ধ্যার হাওয়া। মনে হচ্ছে, প্রকৃতিও যেন ক্লান্ত হয়ে এসেছে। এই ক্লান্তির মাঝেই যেন এক অন্যরকম সৌন্দর্য লুকিয়ে আছে। যেন সারাদিনের ব্যস্ততার পরে এই অলসতাটুকুই প্রকৃতির প্রাপ্য।

আমাদের জীবন কি তাই? অবিরাম দৌড়ের মাঝে কি আমরা হারিয়ে ফেলি সত্যিকারের সৌন্দর্য? এই অলস বিকেল, এই আলো-আঁধারির খেলা, এই সবই কি আমাদের শেখায় না কিছু?

আকাশে এবার দেখা দিল একটু একটু করে তারা। যেন কেউ অন্ধকারে আলোর ফোঁটা ছড়িয়ে দিয়েছে। আমি ভাবি, আমাদের মনও কি তাই? যতই চিন্তার আঁধার নেমে আসুক, তার মাঝেও আলোর ফোঁটা কি খুঁজে পাওয়া যায় না?

সন্ধ্যা গাঢ় হয়ে আসছে, অন্ধকার ঘনিয়ে আসছে। কিন্তু আমার মন এখন শান্ত। যেন এই আঁধারের মাঝেই আলোর একটা আশ্বাস পেয়েছি। আমাদের জীবনের আলো-আঁধারির খেলা চলতেই থাকবে। কিন্তু এই খেলার মাঝেই লুকিয়ে আছে জীবনের সত্যিকারের সৌন্দর্য।

You May Also Like