বই কেন পড়ব?

Estimated read time 0 min read

বই পড়া? কেন? এই প্রশ্নটা অনেকের মনেই জাগে। আজকাল তো সবকিছুই হাতের মুঠোয়। ইন্টারনেট ঘাঁটলেই মুহূর্তে চলে আসে হাজারো তথ্য, খবর, গল্প। তাহলে আর কষ্ট করে বই খুলে বসার কী দরকার?

আমি বলব, বই পড়ার দরকার আছে। অনেক দরকার আছে। বই পড়া শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, বই পড়া মনের খোরাক জোগানোর জন্য। বই পড়লে আমরা ভাবি, অনুভব করি, স্বপ্ন দেখি। বই পড়লে আমরা হয়ে উঠি আরও মানবিক, আরও সৃজনশীল।

বই পড়ে আমরা জানতে পারি অতীতের কথা, বর্তমানের কথা, ভবিষ্যতের কথা। বই পড়ে আমরা চিনতে পারি নানা দেশের নানা মানুষকে, নানা সংস্কৃতির নানা রীতিনীতিকে। বই পড়ে আমরা খুঁজে পাই নিজের অস্তিত্ব, নিজের পরিচয়।

বই পড়লে আমাদের ভাষা সমৃদ্ধ হয়, চিন্তাধারা প্রসারিত হয়। বই পড়লে আমরা শিখি সমস্যা সমাধান করতে, জটিল পরিস্থিতি মোকাবিলা করতে। বই পড়লে আমাদের মন উদার হয়, দৃষ্টিভঙ্গি প্রশস্ত হয়।

বই পড়া একটা আনন্দ, একটা নেশা। বই পড়লে মন ভরে যায়, প্রাণ জুড়িয়ে যায়। বই পড়লে সময় কাটে না, বরং সময়কে উপভোগ করা যায়। বই পড়লে একাকীত্ব দূর হয়, বন্ধুত্ব গড়ে ওঠে।

তাই বই পড়ুন। নিজের জন্য পড়ুন, সমাজের জন্য পড়ুন, দেশের জন্য পড়ুন। বই পড়ে নিজেকে আলোকিত করুন, অন্যকে আলোকিত করুন। বই পড়ে গড়ে তুলুন এক সুন্দর, সমৃদ্ধ, সুখী সমাজ।