সাফল্যের সাতটি আধ্যাত্মিক সূত্র

Estimated read time 1 min read

সাফল্য হলো কঠোর পরিশ্রম, পরিকল্পনার বাস্তবায়ন এবং উচ্চাভিলাষের ফল – এই ধারনাকে পুরোটা প্রত্যাখ্যান করেছে সাফল্যের সাতটি আধ্যাত্মিক সূত্র, যা পুরোটাই প্রাকৃতিক সূত্র, যা পরিচালনা করে পুরো বিশ্বকে।

The Seven Spiritual Laws of Success বইয়ে দীপক চোপড়া জীবনকে বদলে দেয়ার মতো কিছু সূত্রের অবতারণা করেছেন যার মাধ্যমে সাফল্য অর্জন করা যেতে পারে। এসব সূত্রের মূলে হলো এই ধারনা যে: একবার আমরা যখন আমাদের নিজেদেরকে জানতে পারি এবং প্রাকৃতিক নিয়মের সাথে ঐকতান স্থাপন করে জীবনযাপন করতে শিখি তখন স্বাভাবিকভাবেই সুস্বাস্থ্য, সুসম্পর্ক, প্রাণশক্তি, প্রাচুর্য ও কল্যাণ ধরা দেয় আমাদের কাছে, সহজেই।

প্রজ্ঞাময় আলোচনা এবং বাস্তবায়নযোগ্য উপদেশ রয়েছে এই বইয়ে। সুপাঠ্য এই বই বারবার পাঠ করতে চাইবেন, অনুশীলন করতে চাইবেন এসব নীতির পুরোটাই। হাতের কাছে সবসময় রাখার মতো একটি বই এটি।

You May Also Like