স্পাই স্টোরিজ

Estimated read time 1 min read

এই গ্রন্থে যুক্তরাষ্ট্রের ৯/১১ (টুইন টাওয়ার হামলা) থেকে ২৬/১১ (মুম্বাই হামলা), বুরহান ওয়ানি থেকে কুলভূষণ যাদব- ভারত-পাকিস্তান সম্পর্ক সবকিছু দেখা যাবে ISI ও RAW-এর দৃষ্টিকোণ থেকে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই গুপ্তচর সংস্থা ISI ও RAW এর সংশ্লিষ্ট লোকদের সাথে কথা বলে, বিশেষ গবেষণায় রচনা করা হয়েছে এই বই। বিশ্বের বিভিন্ন গুপ্তচর সংস্থা নিয়ে লেখার জন্য বিখ্যাত অ্যাড্রিয়ান লেভি ও ক্যাথি স্কট-ক্লার্ক লেখক জুটি তুলে ধরেছেন রোমহর্ষক কাহিনী। ১৯৬০ সাল থেকে শুরু করে ভারত ও পাকিস্তান এই দুই প্রতিদ্বন্দ্বীর জটিল ইতিহাস দেখা যাবে এতে। ভারতের পার্লামেন্ট হামলা থেকে পুলওয়ামা, ৯/১১ থেকে শুরু করে ওসামা বিন লাদেনের হত্যা, সন্ত্রাসের ছায়াবাহিনীর উত্থান থেকে কুলভূষণ যাদবের পতন এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা গ্রন্থবদ্ধ হয়েছে, যা এই অঞ্চলের রাজনীতি-অর্থনীতি বদলে দিয়েছে। উভয় শিবিরের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে তাদের কার্যকলাপ, এবং সেই সাথে তুলে ধরা হয়েছে সিআইএ ও অন্যান্য গুপ্তচর সংস্থার ধ্বংসাত্মক প্রভাব। সিআইএ ও বিশ্ব মোড়লদের হস্তক্ষেপের মাঝে কীভাবে আইএসআই অন্ধকার শক্তির বিরুদ্ধে নিজেদের বাঁচানোর জন্য লড়াই করেছিল, একইসাথে আমেরিকার অর্থায়ন নিয়ে নিজেদের বিক্রি করেছিল তার লোমহর্ষক কাহিনী আছে এই বইয়ে। অন্যদিকে, ভারতের RAW কীভাবে আমেরিকার নজর কাড়ার চেষ্টা করেছিল তাও জানা যাবে এখানে। কাশ্মীর, আফগানিস্তান, তালেবানের উত্থান, বিন লাদেনকে ধরার কাহিনী, ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা এবং সর্বশেষ পুলওয়ামা সংঘর্ষের নেপথ্যের কারণ ও ঘটনা জানতে সাহায্য করবে এই বই। গ্রন্থকারদ্বয়ের অনুসন্ধানী প্রতিবেদন এবং কাহিনীর বিন্যাস বইটিকে এমন করে তুলেছে যে একবার পড়া শুরু করলে শেষ না করে রাখা যাবে না। আর হ্যাঁ, এর মধ্যে বাংলাদেশও আছে।

You May Also Like